রাজা বলে আমার রাজত্বে থাকবে তোমরা সুখে তে
চাষী বলে নেই কোন জমি আমার ভাগচাষী হয়ে আছি
রাজা বলে জমি পাবে তুমি সুখের সংসার পাবে তুমি
শ্রমিক বলে দিনরাত খেটে পাইনা সঠিক মজুরি
রাজা বলে ধৈর্য ধরো তুমি চাকরি হবে তোমার সরকারি
যুবক বলে শিক্ষিত বেকার আমি নেই কোন আশা
রাজা বলে অনেক কলকারখানা করবো আমি হতাশ হইও না
গরিব বলে সর্বহারা মানুষ আমি ভুখা পেটে থাকি আমি
রাজা বলে চিন্তা করোনা তুমি ভরপেট খাবার পাবে তুমি
রাজার প্রতিশ্রুতি বাণী স্বপ্ন সফল হবে কবে না জানি!!