১৪ বছর বয়সে পিতা
গেল চলে অকাল মৃত্যুতে
ঘরেতে অসুস্থ মা ও বোন
রইল পড়ে আমার কাছে।
লেখাপড়া সংসার চালাতে
বজ্র এসে পরল মাথার ওপরে।
দিনের বেলা স্কুলে যাই
রাতের বেলা রিক্সা চালাই।
১০০ কেজি ওজন মানুষ উঠে যখন
কষ্ট হয় খুব তখন।
উপায় কিছু নেই সেই সময়
বাড়তি পয়সা চেলে পরে
ঝগড়া করে মারতে আসে।
অধিক রাতে মদ্যপানে উঠে যারা
সঠিক জায়গায় পৌঁছে তারা
নেমে পড়ে চলে সোজা।
পয়সা চেলে ফাঁকা পকেট দেখায় তারা।
কি করব তখন আমি?
মুখ বুজে শুধু সহ্য করি।
রিক্সাওয়ালা আমি এখন
কোন উপায় নাই যখন।।