তুমি যে স্নেহময়ী মা, তোমার করুণা অসীম
সন্তানের অবিচার সহ্য করো তুমি নীরবে
তুমি এনেছো তাকে এই পৃথিবীর আলোতে
সে কি ভুলে গেছে সে কথা তোমাতে।
অঙ্গুল ধরে পথ চলতে শিখিয়েছো তুমি তাকে
কত দুঃখ কষ্ট সহ্য করে মানুষ করেছ তাকে
কত নিদ্রাহীন রাত কেটেছে তার মুখ দেখে।
আজ সে প্রতিষ্টিত এই সমাজের কাছে
তোমাকে আজ সে ভুলে গেছে অতি সহজে।
বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে আজ ছেলের হাত ধরে
কত পুরনো স্মৃতি ভেসে ওঠে আজ চোখের সম্মুখে।
ভাবিয়া ভাবিয়া দিন রাত যায় কেটে
এই চার দেওয়ালের মাঝে।।