কয়েকটি পয়সায় কেনা কিছু বুদ্ধিজীবী
বিচারকের আসনে সাহিত্যের জ্ঞানীগুণী
হে সাহিত্য! তুমি আজ ক্রীতদাস!
তোমাকে যারা করেছে অপমান,
তোমার গোপন অশ্রুজল
নিরবে বলিদান!
ঘুমহীন চোখে কত অজস্র রাতে
হে স্রষ্টা! তুমি করেছ সাহিত্যের চর্চা!
কেন চলবে প্রভুর খেয়ালে
এই দাসত্বের খেলা?
ইতিহাস দেবেনা কোন মূল্য
ইতিহাস করবে না কখনো ক্ষমা!!