হায়রে! একাল কোথায় গেল সেকাল
হঠাৎ কেমন পাল্টে গেল দিনগুলো
পুরনো স্মৃতি ভেসে ওঠে চোখে
সে কি আর ভুলতে পারি কোন ভাবে?
সে যে আজ হারিয়ে গেছে আসবেনা ফিরে!
বৃষ্টিভেজা দিনগুলিতে, খালি পায়ে ফুটবলেতে
বৃষ্টি জমা জলে, কাগজের নৌকা ভাসে
বহুদূরে সিগারেটে টান ছিল ভয়েতে
মহালয়ার রাতে মাইক বাজিয়ে
পিকনিক ছিল সারারাত জেগে
৬৫ পয়সার লাইনে দাঁড়িয়ে
টিকিট কাটা ছিল সিনেমা হলে
বুধবার রাত আটটায় রেডিওতে কান পেতে
বিনাকা গীতমালা ছিল শোনা, মন দিয়ে
শনি রবি ছায়াছবি, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল
এক কাপ চা দু কাপে ভাগ ছিল
রাতজেগে ফাংশন ছিল পাড়ার গলিতে
কলেজ জীবনে রাজনীতি ছিল, আবেগে ভেসে
লুকিয়ে প্রেম করা, সেজেছিল অনেক মজা
ফুটবল মাঠে টিকিট লাইনে
মাউন্টেন পুলিশের হাতে মারছিল
ইস্টবেঙ্গল আর মোহনবাগান খেলা তে
ইলিশ চিংড়ি মাছের দাম বেশি ছিল বাজারে
দলবেঁধে আড্ডা মারা, সময় ছিল না কোন বাধা
জনি ছোটবেলার সেকাল আর আসবেনা ফিরে
তবু ওরা ফিরে আসে বারে বারে স্মৃতির দরবারে।।