চলে গেছে সুখ-শান্তি এই সমাজ থেকে
মানুষে মানুষে রেষারেষি নিজেদের স্বার্থ নিয়ে
প্রতিপদে হিসাব কষে দেনাপাওনা নিয়ে
রক্তের সম্পর্ক নগন্য হয় তার কাছে
সব কিছুতেই স্বার্থ খোঁজে নিজের কাজে
স্বার্থ থেকে বঞ্চিত হলে সম্পর্ক ছেদ ঘটে সহজে
সমাজের এই অস্থিরতায় মানুষ আজ দিশেহারা
নেই কোন পরিত্রান ভেবে মরে চিরকাল
জানিনা আসবে কোন দিন সমাজ হবে সুন্দর স্বার্থহীন!!