স্বর্গ


-গৌতম রায়


স্বর্গ নরক বলে কিছু নেই এ জগতে।
পাপ পূণ্য আছে শুধু নিজের মনের কাছে।


আমার কর্মই শুধু থেকে যাবে এই পৃথিবীতে,
এ জগতে জন্ম আমার, শ্রেষ্ঠ জীব মানুষ রূপে।


প্রকৃতির সৃষ্টিকে ভালোবাসি চিরতরে,
বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে নিজ শক্তি বলে।


নিরাকার সেই শক্তিকে সম্মান করি ভগবান ভেবে।
কোথা থেকে এলাম, কোথায় যাবো চলে ভাবি না এভাবে।
জীবন মরণ আছে শুধু সময়ের কাছে।।