বিস্তীর্ণ দুপারে অসংখ্য কল কারখানা ছিল এখানে
আজ ধ্বংসস্তূপে কঙ্কালের রূপে দাঁড়িয়ে আছে সেখানে
নিস্তব্ধ নীরবে গঙ্গা তুমি বইছো এখানে যুগ যুগ ধরে।
মালিক-শ্রমিক দ্বন্দ্বে কারখানাগুলো বন্ধ হলো এভাবে
হাজার হাজার লাখ শ্রমিক আজ দিশেহারা কর্মচ্যুত হয়ে
সংসারের চাপে লজেন্স ধূপকাঠি
বেঁচে আজ টেনে আর বাসে ট্রামে।
করুন এই দৃশ্য কে ভাবে তাদের কথা?
সবাই আমরা ভেসে চলি
নিজেদের জীবনের যাত্রাতে।
কত শ্রমিক আত্মহত্যা করে অভাবের তাড়নায়
কত শ্রমিক পাড়ি দেয় কর্মসংস্থানের খুজে অন্য কোথাও
নেই তাদের কোনো ভবিষ্যত আছে শুধু অন্ধকার।
কারখানার সেই জমিতে, আকাশ ছুঁই অট্টালিকা
দাঁড়িয়ে আছে সগৌরবে।
শ্রমিকের রক্ত ঝরা শ্রম
চাপা পড়লো তার নিচে তে।।


আমরা সেবা প্রতিষ্ঠান থেকে গিয়েছিলাম একটি বন্ধ কারখানায় তাদের পরিবারদের বস্ত্রদান উপলক্ষে।
সেই শ্রমিক পরিবারদের করুন চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।