তুমি লেনিন!
শ্রমিক-কৃষকের জীবনের দিশা
মালিক-শ্রমিকের নেই কোনো দ্বন্দ্ব
ব্যক্তি মালিকানা হয়েছে ধ্বংস!
তোমার ইতিহাস, বিপ্লবের ইতিকথা
এক পা আগে, দুই পা পিছিয়ে
এটাই যুদ্ধে জেতা, তোমার ভাবনা!
সমাজতন্ত্র তোমার মন্ত্র
বিশ্বময় ছড়িয়ে দেওয়া!
তোমার বাণী, মানবজাতির নেই কোন ভেদাভেদ
ধর্ম অধর্ম, জাতপাত মিলেমিশে একাকার!
নতুন সূর্য উদয় হোক মানবের গান
তোমারে কর্ম থাকবে এ জগতে চিরকাল!!