জ্যান্ত উমার বিসর্জন হলো
বান ভাসি জলে
মাটির উমার বিসর্জন চলে
রাজপথে লক্ষ টাকার শোভাযাত্রা
গান আর নৃত্যের।
মানবিকতা গেছে হারিয়ে
উৎসবের মেজাজে।
আমরা আবার চেঁচিয়ে বলি
বাংলার সংস্কৃতি।
বুকফাটা আত্মনাদ
স্বজন হারানো কান্না
আমার কি আসে যায়
আমি যে অন্ধ এখন
নিজের স্বার্থ ছাড়া
আর কি বুঝি।।