বাংলাদেশে মনের সুখে খেলছে ঋতু ছয়টি
দিন যায় বছর যায় ফুরায় না এই খেলাটি ।
গ্রীষ্ম আসে নিয়ে তারাই কালবৈশাখীর ছাত্র
দাবদাহে বঙ্গমাতা হন যে তখন রুদ্র ।
বর্ষা এল সঙ্গে নিয়ে আকাশ ভরা মেঘ
বৃষ্টি এল নিয়ে সাথে আকাশের আবেগ ।
শারদ প্রাতে নদীর তটে কাশফুলেরই গান
দুর্গাপূজা, ছুটির গন্ধ ভরে ওঠে প্রাণ ।
হেমন্তেরই হিমের ছটায় ঘাস শিশিরে পর্ণ,
ধূসর তখন বঙ্গমাতা ফুলের বাগান শূন্য ।
শীতের ভোরে কুয়াশা শুধু, যায় না কিছু দেখা
মাঠে মাঠে ধান যেন মেলেছে তার পাখা ।
শিমূল পলাশ সাথে নিয়ে এল রে বসন্ত
রঙে রাঙল চতুর্দিক, নীল যে দিগান্ত ।
ছয়টি ঋতু ছয়টি ভাবে করে চলে খেলা
ছয়টি রঙে বঙ্গমাতা ভাসায় খুশির ভেলা ।।