টিক টিক শব্দে বেজে চলে ঘড়ির কাঁটা
সারাদিন সারারাত ধরে ,
তাই নেই কোনও বিশ্রাম,
শুধু ছুটে চলে তার অবিরাম বেগ ।
তার লাগেনা কোনও জল পিপাসা।
লাগেনা কোনও খাদ্য ,
শুধু লাগে একটু ব্যাটারির শক্তি ।
এই ঘড়ির কাঁটা সবাইকে পিছনে ফেলে
নিজে এগিয়ে যায় ।
এর সঙ্গে কেউ পারে না দৌড়েতে  
পৃথিবীর মধ্যে এই - ই একমাত্র জিনিস
জা সবকিছুকে তুচ্ছ করে এগিয়ে চলে ।