তুমি এসো, তুমি এখানে এসো;
নির্লিপ্ত কুকুরের জিভ থেকে লালার মত ঝরছে
অন্ধকার-
তুমি এসো এখানে, জয়ীতা;


এখানে এসো, হাত রাখো আমার মগজে
অথবা ফুল ফুটানো রঙিন র‍্যাপিং কাগজে
মুড়িয়ে নাও আমাদের দুজনকে,
আমায় শান্ত করো, জয়ীতা;


তোমার আঙুলে ধরো আঙুলের খাঁজ আমার,
নিয়ে চলো
লংবেষ্টিত নক্ষত্রলোকের ছায়ায়।


মাথার উপর একটা ল্যুনেটিক ফ্যান
আবোলতাবোল বকছে-
জয়ীতা, আমার ভয় করছে-
আমাকে বাঁচাও তুমি।।