পঞ্চ প্রহরের ধকল সামলে মানব যন্ত্র
বিকল প্রায়, বিশ্রাম চায় করজোড়ে
ক্লান্ত দেহ লুটে পড়ে আয়েশী বিছানায়,
একদন্ড সময়ক্ষ্যাপন মহা অপচয়।
এমন মহাক্ষনে হানা দেয় স্বপ্নপুরী
কতশত গল্প কতশত রঙ্গে,
আরোহী হয়ে বিলক্ষন করি
প্রেমানন্দ থেকে মহাপ্রলয়।


নবগল্পে আজ পৃথিবীর হুঙ্কার
মর্ত্যলোকের বার্তা পকেটে পকেটে
পাল্টে গেলো সম্পর্কের রঙ
পাল্টে গেলো জীবনচয়ন।
সামাজিক দুরুত্ব বা পরিচ্ছন্নতা
সেই স্কুলের নীতিকথা
নতুন আরো অনেক শেখাচ্ছে
করনা নামক উপসর্গ।


সংগ্রাম করছে দিনমজুর, তরুন, বৃদ্ধ
নিজের জন্য, অন্যের জন্য
অশ্রুজলে সিক্ত প্রতিবাদ ও করছে
দুকদম গিয়ে ধাক্কা খাচ্ছে অভাবীর দেয়ালে।
ময়দানেই আছে স্বভাবের অভাবীরা
রাজনৈতিক ক্ষমতায় খুঁজে নিচ্ছে
         বিশেষ তহবিল
সহযোগিতার আশ্বাসে খুলে নিচ্ছে
        ব্যবসার নতুন আঙ্গিনা।


মাস্কের আড়ালে মৃন্ময়ীর গোলাপী ঠোঁট,
চোখ দুটো ডাকছে,
বাঁচব একসাথে, মরব একসাথে
মৃদু হেসে নিজের মাস্ক​ ঠিক করে নিলাম
ভালোবেসে বেঁচে থাকার স্বাদ
এখনো মিটে যায়নিকো।


রাত দীর্ঘ হচ্ছে, হোক
ভোর হলেই আবার নতুন যাত্রা।