তুমি কী?
মাকাল ফল,না চেরি ফল?
সাদা বর্ণের ডিম,  না বিড়াল?
তুমি কী?
প্রভু ভক্ত কুকুর,না অর্থ দিয়ে পোষা দারোয়ান?
তুমি কী?
খাদ্য সন্ধানী শৃগাল, না খাদ্য সঞ্চিত চোর?
তৃন ভোজী ছাগল, না বাসি খাদ্যর পাগল।
তুমি কী?
ভোরে নিদ্রা ভাঙানো মোরগ, না উত্তপ্ত গরম চা?
ডিম দেওয়া মুরগি, না ঠান্ডা কফি?  
তুমি কী?
মানব শুশ্রূষার ডাক্তার, না অর্থ বিনষ্টের ডাকাত?
মরুভূমির যানবহন উট, না বস্তুুবাহী গাধা?
নোনতা জলের মাছ, না মিষ্টি জলের পাকাল?
মৌমাছির মধু, না আখের রস?


তুমি তুমি তুমি,,,,,,
তুমি হলে আমাবস্যার নক্ষত্র,
দীর্ঘায়িত পথের সরাইখানা,
শীতে কুয়াশা জড়ানো ভয়ার্ত সকাল,
গরম পেয়ালায় উত্তপ্ত অবয়ব।


            


                ******  ******