ভালোবাসা আমার
       রঙ্গিন ঘুড়ি
নাটাই থেকে ছিড়ে গেছে
       যার দড়ি,
নীল আঁকাশে ঘুরে  বেড়ায়
       আমার সেই রঙ্গিন ঘুড়ি,
কখনো সে
       মেঘে লুকায়,
কখনো সে
       উকি দেয়,
বর্ষা কালে
        ঘুড়ি আমার
কেমন করে ভিজে,
        তাই দেখে আমার মনে
কষ্ট লাগে কিযে।
       গ্রীষ্ম কালে
ঘুড়ি আমার
       সূর্যের তাপে পোড়ে
তার পরেও
        ঘুড়ি আমার
আঁকাশ পানে ওড়ে,
         দুঃখ পেলে সেই ঘুড়ি
পাগলের মত ঘুড়ে
         ঘুড়ে ঘুড়ে আমায় ছেড়ে
চলে যায় দূরে
         দিন খানিক পর
সে আসে ফিরে।
         চোখের জলে নাটাই সুত
ভিজে গেছে আজ
        কেমন করে নষ্ট হল
সেই সুতোর ভাজ,
         আজ আমি
ঘুড়ি বিনে
        কেদে যাই একা,
ঘুড়ি আমার কাছে এসে
          দেয় না কেন দেখা।
তাকে নিয়ে
      ভেবে ভেবে
রাত কাটাই একা,
       কবে আমি পাবো আবার
সেই ঘুড়ির দেখা।
        ছেড়া নাটাই হাতে নিয়ে
আজ আমি পুড়ি,
        কেউ কি পারবে এনে দিতে,
আমার রঙ্গিন ঘুড়ি।