বন্ধু মানে কঠিন জিনিস
বলা বড় দায়,
একেক জনের দৃষ্টিকোণে
একেক রকম তাই।
আমার চোখে বন্ধুত্বটা
সহজ বিষয় নয়,
প্রথমত দু 'টি মনের
পরিচয়টি হয়।
তার পরেতে তাদের মাঝে
নানান কথা হয়,
এতেকরে বাড়ে তাদের
মনের পরিচয়।
বন্ধু মানে,
একজনকে আরেকজন
সুখ-দুঃখের কথা কয়,
পরিচয়ের পর্বে যদি
হয় তাদের জয়,
তার পরেও অনেক কিছু
চক্ষু আড়াল রয়,
এতেই কিন্তু অনেক সময়
পেতে হয় যে ভয়।
সর্বোপরি তাদের মাঝে
বিশ্বাস থাকলে অটল,
সেই বন্ধুত্বে কোন দিনও
ধরবে নাযে ফাটল।
বন্ধু মানে বলতে গেলে
আরো অনেক বলতে হয়,
এই কবিতায় বন্ধুত্বটা
সীমাবদ্ধ নয়।