দেশটাকে লুটেপুটে খেতেচায়
বর্তমানের বিবেক,
কিছু সার্থপর,
মানব চোখে আঙ্গুল রেখে
শুধু নিজেকেই ভেবে গেল।
তারপরেও চাওয়ার শেষ নেই,
ভাবেনা একবার,
কি পেলো আর কি দিলো।
চেয়ে দেখো,
রক্তিম সূর্যের উপর
নির্যাতনের আস্তরন।
যেন নতুন স্বপ্নে,
মরিচা পরেছে।
এক বিবেক আত্মবিসর্জনে,
ইতিহাসের পাতায়
লাল বর্ণে নাম লিখালো,
আরেক বিবেক,
উদিত সূর্যে মরিচা ধরালো...।