সেই যাওয়ার বেলায়
বলেছিলে,
ভুলেযেওনা আমায়,
চোখ দুটো
জলে আচ্ছাদিত,
তোমার মুঠোয়
চাপা হাতটি
যান, কোন দিন ছাড়ার নয়।
খাচায় বন্দি পাখিটি
কেমন ছটফট করছে,
অমাবস্যার আধার
নেমেছে চোখে,
কিছু বুঝার নেই বাকি।
ফাঁসিতে ঝুলার পূর্বেই
মৃত্যু গ্রহনের মতো,
স্তব্ধ নির্বাক দাড়িয়ে।
জলে ভরেছে চোখ,
দেখেছি তোমার জলো ছবি,
বিদায় লগ্নে,
তোমার দিকে তাকিয়ে
দিয়েছিলাম হাত বাড়িয়ে,
তুমি বুঝনি.....
তবুও গেলে হারিয়ে।