জন্ম আমার তোমার কারনে
তাই আজ মাথা সপিলাম
প্রভু তোমার চরনে।
বাবা গুরু লোকনাথ
আমায় তুমি দর্শন দিও,
বাবা আমি সর্বদাই
তোমায় করি স্মরন,
মৃত্যু কালে আমি যেন,
দেখিতে পাই,
তোমার ঐ চরন।
পুন্য শ্লোকো নলো রাজা
পুন্য শ্লোকো সুধিষ্ঠর
পুন্য শ্লোকো বৈদেহি
পুন্য শ্লোকো জনার্দন।
ঈশ্বর আমার মন্ত্র টুকু
গ্রহন করিয়া নিও,
প্রভাতটাকে আমার নিকট
শুভ করিয়া দিও।
শ্রী রাম কৃষ্ণ,সারদা দেবী,
মা আনন্দময়ী,মনসা দেবী,
আমি তোমাদের জানাই নমস্কার।
সর্বদাই তোমাদের কথা
মানিয়া চলিতে চাই,
কি করিয়া মানিবো
বুঝিতে না পাই,
ঈশ্বরের নিকট প্রার্থনা যেন,
মানুষের মতো মানুষ হতে পাই,
আর, রাত্রিকৃত্য
পদ্মনাভ বলিয়া
শুইতে যেন যাই,
অবষেশে তোমার নিকট
আশীর্বাদ যে চাই।