গভীর নিস্তব্ধ এক রাতের প্রহরার্ধে
আমার বিরস জীবনে সরস হয়ে
এসেছিল অশরীরী হয়ে
বলেছিল হাবিবা----
এসো গোলাপের পাপড়ি ছড়াই
আকাশের তলে পাশাপশি বসে রই;
চন্দ্রবিহীন উল্কাপাতের রাত্রে
আমি;
        আপ্লুত
                 উদ্বেলিত
অন্য এক পলে সে অসংলগ্ন
একি হলো?
নেশায় নেশাতুর;
তার সেই পলের আস্ফালনে
আমার হলো পদস্খলন।
ধস নামলো;
আমার বুকের ভিতরে
বন্ধুত্বে
      বিশ্বাসে
             ভালোবাসায়
এ ধস রুধবে কে?
সে তো ছিল অধরা
দাঁড়িয়েছিল ক্ষণিকের জন্যে
গভীর নিস্তব্ধ  রাতের এ ছিল দুঃস্বপ্ন
অতঃপর খুঁজেই চলেছি সেই দুঃস্বপ্ন।


রচনাকাল -১৭-১১-২০১৭