#বিশ্ব_কবিতা_দিবসের_শুভেচ্ছা_সকলকে।


বিবেকবানের এ কেমন প্রহসন
কখনো হরিণ শাবকের
                   তুলতুলে গাল ছোঁয়
আবার কখনো হরিণীর কাঁচা মাংশ
খেয়েদেয়ে বলে - নাউজুবিল্লাহ !
হরে রাম হরেকৃষ্ণ।


হরেকরকমের নির্মাতা তারা
কতকিছু সৃষ্টি করে কতকিছু ধ্বংস করে
দুমড়েমুচড়ে ভেঙে ফেলে
                               শেকড় সমেত গাছ
ঝরে পড়ে কত-না  বিষাদে
কচি কচি পাতা সব
ভেজে যায় অশ্রুজলে সবুজ কার্পেট।


জ্ঞানপাপী মুখের আড়ালে মুখোশকে রেখে
বনের রাজা সিংহ সেজেই
                            নীতিকেই পুঁজি করে
বনকে বিনির্মানের নামে
          উঠেছে মেতে স্বার্থের ভোগে
খেলছে হোলি কত রঙে নরম হৃদয়ে
যাচ্ছে লতাগুল্ম জড়িয়ে মাকড়সার জালে।


ঢঙ করে রঙের আকাশ মেঘের ভুবন
বিনা মেঘে বজ্রপাত
                         ভিড়ের সমাগমেই
বেজে উঠে মন্দিরের ঘন্টাধ্বনি
                        কিংবা আজানের সুর
দূর থেকে বহুদূর যেন এমনটা মনে হয়
অথচ সবটাই জ্ঞানপাপীর ভোড়ং
শোষণের নিপিড়নে জর্জরিত কতেক বাতাস
                                     আর চামচা কতেক
লুকোচুরি খেলা নিমগ্ন পৃথিবী।
অতঃপর  
নিজের পিঠকে অগোচরে রেখে
                       সময়ের বলিষ্ঠ ঘোষণা
এটা আদিম যুগের কোনো  ইতিহাস।