তুমি ভ্রষ্ট তুমি নষ্ট তুমি ক্ষিপ্ত
পথভ্রষ্ট করে দিচ্ছ করে রিক্ত।
সূঁচের মতো প্রবেশ করে হচ্ছ ফাল
ফুসফুসের গতরে দাও নোংরা চাল।
আকাশ-বুকে দেখেছ জমে অনেক মেঘ
ঝরে না সব  কিছুটা ধরে জলের ভেক।
বিপন্নতা যতই হোক তোমার রূপ
সওগাতেই থাকবে শুধু গরম সুপ।
আত্মভোলা হয়েই যদি এসো হৃদয়ে
ভঙ্গুর হবে তোমার প্রাণ বুঁদ-প্রণয়ে।
লৌহ হলে জ্বলবে জ্বলন্ত আগুন
ধ্বংস করে রাখব পুষে বুকে ফাগুন।
অতঃপর
ঠিক আসব আমরা ফিরে জগৎ প্রেমে
থাকবে ভূমি সবুজ ঘাসে বাঁধানো ফ্রেমে।
হবেই দেখা এ মহামারি অন্ত হলে
এ বিশ্বাসে বাঁধছি আশা সময়-পলে।
পারে না কেউ ছিনিয়ে নিতে প্রেম কখনো
ছিল যেমন আকাশে চাঁদ থাকবে এখনো।
তুমি আমি সে পৃথিবীজুড়ে থাকব জেন
মানব প্রেম পারেনি কেউ করতে হেন।


COVID-19 শুনো বিজয়- সুর
হেরে তোমাকে হবেই যেতে অনেক দূর।