যাত্রী ভর্তি দ্রুতগামী যান ছুটতে গিয়েই
চাকাগুলো মাঝেমধ্যেই করছে আত্মসমর্পণ
নৈতিক হুঁশের বর্জিত পকেটে।


আঁধারে গিয়েছে ভরে প্রতিটি আসন
ফুরফুরে হাওয়া তবু ঘামছে অন্তর
যাত্রীদের বিবেক চেতনাহীন
মুখগুলো আসনের তলে গুঁজে রেখে
পা-গুলো ঘুরায় নানান কৌশলে
যেন সার্কাসের মঞ্চে ব্যস্ত ।


হঠাৎ সোনালি ঝলমলে আলো
আঁধার বোধন করে ঢুকে পড়ে
সার্কাসের মঞ্চে।


নির্বোধরা আলোকিত
এবারে জোড়ালো প্রতিধ্বনি শোনা যায়....


গেটলক সার্ভিস এখন আলোর ভেতরে
মহাসড়কে ছুটছে সার্কাসের মঞ্চ ছেড়ে
সাঁইসাঁই করে চাকাগুলো একটি বিপ্লবে।