হেঁয়ালি আবহাওয়ায় শ্রাবণের মাস
দিনরাত মেঘে ঢাকা থাকে না আকাশ।
অনবরত ঝরে না রিমিঝিম বৃষ্টি
খেয়ালি আচরণে এক অনাসৃষ্টি।
দেখি না প্রেম-কবিতা অতীতের মতো
সৃষ্টি হয় প্রেম নিয়ে আজেবাজে যতো।
টিনের চালে বৃষ্টির ঝুম ঝুম শব্দ
প্রেমের সুরে করে না মনটাকে জব্দ।
আগের মতো আড্ডাটা শ্রাবণ-সন্ধার
চায়ের কাপে জমে না উষ্ণ ঠোঁটে আর।
ষড়ঋতু দেশ যেন নেই ষড়ঋতু
নিজের সময়ে ঋতু নেই যেন থিতু।
অসৎ প্রেমের মতো ছলনায় ভরা
বর্ষা গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা হয়ে দেয় ধরা।
সংখ্যায় ঋতুর হচ্ছে দিনে দিনে হ্রাস
উল্টাপাল্টা সময়েই তৈরি হয় ত্রাস।
ভার্চুয়াল ভূ যেমন হাতের মুঠোয়
প্রেমও যে পাল্টে যাওয়া ঋতুর সময়।