আমার ব্যক্তিত্ব  এবং আমার মেধা
ধার নিয়ে কতবার
দেয়নি ফেরত আর সে কাকের দল
তারপর থেকে ধার দিতে গররাজি
সেই থেকে কাকেরা নিয়েছে পিছু
কোথাও যায় না দেখা একটু প্রশান্তি


ওই ঠোঁটের ঘাতে ঘরের চাল
করছে ফুটো বারংবার
প্রলুব্ধতা করেছে বধির তাদের
তাই শুনতে পায় না কারুর দীর্ঘশ্বাস
কিংবা করে না আত্মদর্শন


রোদবৃষ্টি ভিজিয়ে দেয় পুড়িয়ে দেয়
ঘর এখন আমার
হাতের তালুতে জীবন রেখেছি মুষ্টিবদ্ধ


বিশৃঙ্খল সময় তবুও ক্ষুধার্ত প্রত্যাশা
জুবুথুবু দেহে চেয়ে থাকে আকাশের দিকে
সেই কাকেদের খোঁজে।