কৃত্রিম সভ্যতা
--হাবিবা বেগম


কিছুসংখ্যক পিশাচ কৃত্রিম সভ্য মানুষ হয়ে
ঘোরাঘুরি করে আলোকিত মানুষের ভিড়ে
তাদের মাথার উপরেও রয়েছে আকাশ
                                       জোছনার আলো
তথাপি ঘরের ভেতরটা ছিলই আঁধার
ভেতরে গজিয়ে উঠে অনাবশ্যক ঝোপঝাড়।


ঝোপঝাড়ের ভেতরে বসবাস করতে করতে
পিশাচেরা হয়ে যায় মানুষ খেকো বাঘ
কাঁচা মাংসের সুগন্ধে উন্মাদ হয়ে
                                      ভাসিয়ে দেয় যে
উজানি ঢলের মতো কত মমতা মাখানো ঘর।


জংলি পিশাচের অসভ্য খেলায়
উলঙ্গ চিৎকার বেগমগঞ্জের চতুঃসীমা  
পেরুতে না পারুতেই
বর্বরতার উত্তাপে পুড়ে যায় ধবধবে সাদা শাড়ি
                                     লক্ষিপুরের উঠোনে।


সভ্য সমাজের কোণে কোণে শোনা যায়
উলঙ্গ চিৎকার শুধুই এখন।


ওদের মাথার উপরের আকাশটা কৃত্রিম আকাশ
                                       বুঝে না এখনো ওরা
জোছনার আলো নয় জোছনা ধোয়া আলোয়
পৃথিবীর আকাশ বুঝি গিয়েছে ভরে!


০৬-১০-২০২০
বাংলাদেশ