মিছিমিছি শোক
-হাবিবা বেগম


ভুলে যাও তুমি এক নিমিষেই উলোশিতো মন
ভুলে যাও তুমি ভোরের পাখির সেই গুঞ্জরন
ভুলে যাও তুমি রাত ও দিনের বিরামের ফাঁক
ভুলে যাও তুমি মুখোশ-আড়ালে আছে কত তাক।


শোনো না এখন বনের ভেতর মৃগের চিৎকার
শোনো না এখন  আর  তুমি শব্দ পাঁজর ভাঙার
শোনো না এখন  আর তুমি কোনো বিবেকের কথা
শোনো না এখন আর তুমি কোনো শিষ্টতার প্রথা।


আলোছায়াতেই দেখো শুধু তুমি রঙ মাখা মুখ
কত অশ্রুজল পদতলে রেখে আঁকো তুমি সুখ
আলোকে সরিয়ে আঁধারকে ভাবো আলোর আলেখ্য
উদাসীনতায় আবেগের ডানা ওড়াও অলক্ষ্য।


অনুরাগে আজ এঁকে যায় দুঃখ অভিমানী চোখ
ধুলোবালি ঘর নয়নের জল মিছিমিছি শোক।