মৃত্যুর পথে হাঁটছি হাঁটছি আস্তে সুস্থে
মাপছি মৃত্যু গণ নায় কম কিছুটা প্রস্থে
             এড়িয়ে মৃত্যু কৌশলে দেই খাড়াইকে আড়ি
            তবুও মৃত্যু-বক্ষে রেখে পা ঢুকে পড়ে বাড়ি।


অঙ্কেই ছিল মেটানোর সাধ আমি মৃত্যুর
যতই করো না দমনের ছল নইতো ভঙ্গুর।
            আষ্ঠেপৃষ্ঠে ছেয়ে আছি আমি তোমাদের প্রাণ
                 বিশ্ব-বাতাসে শুধু পাবে এই মৃত্যুর ঘ্রাণ।