লুকোছাপা লংজাম্প ও গোল্লাছুট খেলতে খেলা
গড়িয়ে যায় যে সময়ের কত বেলা।
চলছে হাড়জিত অর্থের চাকা ঘুরছে গোলকধাঁধায়
গুড়ুম গুড়ুম বৈশাখী ঝড়েই দোল খায় কাঁচ আম
আরও দোল খায় নেতাদের মন কাঁচা আমের মতন
কাঁচা মাথায় বাঁধল তেনা করবে কৃষকের দঃখ জয়
আহা! যাচ্ছে ভেসে হাওর এলাকার ধানক্ষেত
চালিয়ে দিল ধারালো কাস্তে দোল-খেলানো সবুজ ধানে
এফোঁড়ওফোঁড় হলো কৃষকের বুক।


প্রভাতের ফুরফুরে বাতাসেও লাঙ্গল চালাতে
ঝরত কৃষকের গায়ে কত ঘাম।
তবুও ছিল না ক্লান্তি চোখেমুখে ছিল নরম সূর্যের হাসি
প্রান্তরে হেঁটে হেঁটেই বুনে যেত কতশত স্বপ্ন
আচমকা কৃত্রিম কালবৈশাখী ঝড়ে স্বপনের হলো দাহ
রক্তের অন্তঃসলিলা নদী বয়ে যায় কৃষকের হৃদে
কেউ পায়নি দেখার অবকাশ। বাস্তবতার ভীষণ ভিড়
মাকালের মতো খাঁজকাটা দেহে নেতা তখন ফোটো সেশনে
ছুটোছুটির পদতলেই কোথায় গেল অপরিপক্ক ধান
সেটাও দেখেনি আর কেউ।


ফেসবুক ইউটিউব টেলিভিশনে বাহাবা আর হাততালি
কৃষকের বুকে রেখে হাত নেতা গর্বে গর্ভবতী।
লাজে মরি ছোটো মুখে বড় কথা কি করে বা বলি!
এরা নিজকে ধরতে তুলে খুন করে কত যে ঘাষফুলের স্বপ্ন
লাথি মেরে লাখো লাখো পেট করে দেয় গর্ভপাত
সুনিল চন্দ্র এদের হস্তে হয়ে উঠে নষ্ট চন্দ্র
এদের দেখেই মনে হয় নেতা হওয়ার আগে বুঝি
জলাঞ্জলি দিয়ে মনুষ্যত্ব হতে হবে মনুষ্যহীন।


কৃষকের স্বপ্ন ঝুলে থাকে এখন নেতার ক্যামেরার ল্যান্সে।


রাত- ১ টা, ০১-০৫-২০২০
ধানসিঁড়ি, ঠাকুরগাঁও।