ভ্যাম্পায়ারের মতোন লুকিয়ে থাকে আঁধারে
রক্তের নেশায় শবাধারের নির্জনতায়
উড়ছে বাতাস আলোআঁধারে শুধু শূন্যতায়
ওদের বাতাস বইছে ওদের মতোন
শুধু খুনের নেশায় আষাঢ়ের গল্প ফেঁদে
খাচ্ছে ওরা রক্তের বদল মানুষের মনুষ্যত্ব


শূন্যের মাঝে দাঁড়িয়ে শূন্যের বিবরে
ডাকছে ঘন ঘন ওই আকাশ
নিভছে চুলো টগবগ জলশূন্য হাড়ি
জ্বলছে আগুন ক্ষুধার্ত পেট বেসামাল
গণক্ষুধা আর মৃত্যুর আতঙ্ক আজ
আপন মনে মাখছে মাটির গন্ধ।