বাঁশির হুইসেলে  দৌড়াতে নয়
তোমাকে জানার ইচ্ছে হয়।


মনের বিচিত্র রূপ
জানার চেষ্টাকে আত্মহত্যা করে
দৌড়াচ্ছে দৌড়াচ্ছে
সে হ্যামিলনের বাঁশিওয়ালার সুরের মতোই
ভার্চুয়াল রেফারির পেছনেই
একের পর এক কবিতা।


ভার্চুয়াল জগত যদি না হতো
কবিতা নয় কবিরা ছুটতো
হয়ত বা ও সুরেই।


হ্যামিলনের বাঁশিওয়ালা যেন ভার্চুয়াল রেফারি।