কেহ বোলে বঙ্গবন্ধু কেহ বোলে জিয়া
দেশটা গঠন হইলো কাদের দিয়া?
প্রতিহিংসা চাহিনা আমি চাহি একতা
দেশ গড়েছো তোমরা আজি কেন রক্তাক্ত অযথা?


দেশ মায়ের কল্যাণে
কত মাতার পুত জীবন দান করিলো
তাহা মনে না রেখে ভোজন রাজা
উদরখানা ভরিলো।
একবার ভাবলেই তো এক থাকিতে হইবে
একতা না থাকিলে জাতি
যদি থাকে দলাদলি নামক অজ্ঞাতি,
নবাব সিরাজের যে কাহিনী তাহাই ঘটিবে।


মহা মানবেরা দেশকে গঠন করিয়া
ভঙ্গকে সুন্দরে ভরিয়া
সেই যে গেলো চলিয়া,
তারা ছিলোনা তাহাদের ভুলিয়া।
একসাথে দেশকে গড়েছে মিলিয়া,
আজ তাহা জাতিকে দেওয়া হইছে ভুলাইয়া।


একাত্তরের মুক্তিযুদ্ধ হইলো কি কোরে
সফলের মুখ দেখলো জাতি কোন সে বলে?
দলাদলি মতবাদ যদি থাকিতো তাদের মাঝে
আজি মোরা পেতাম নাগো সোনার বাংলা নতুন সাঝে।


মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান।