তাহার কথাই যে আমার এ মনে---


গুণ গুণ সুরে গাহিয়া যায়  ভোমর
অজানা কিছু নাড়া দেয় অন্তরের ভিতর।
তাহার কথা আজো আমার মনে
ঘুরে ফেরি তাহার কথা বলি ক্ষণে ক্ষণে


উতলা বাতাস শান্তনার বাণী বুঝি শুনালো
আজিকে মোর প্রান্ত দোয়ারে সুখসভা মেলিলো
তাহারে আজও পড়ে মনে সেতো লোকালয়ে
পারিনা ধরিতে পারিনা ছুইতে মনকাঁপে প্রশান্ত প্রলয়ে।


একবার চাহে এ মনে
  দেখিবার চাহে কোন পথপানে
সেতো গোপনেই মনেপ্রাণে
  আমি জানি সেও মোরে জানে।


গুন গাহি তাহার সকাল সন্ধ্যায়
এ মন তাহারে খুশি করে শান্তি যে পায়।
সুখ চাহি সুন্দর ভুবনে
তাহার তরে এই চাওয়া মোর জীবনে।