কেকা রবে উড়ে যায় সোনার ময়ূর
দেয়ালের পাশে ফোঁসে সর্প কায়া
কে চেনে লংকা পাহাড় দূর এশিয়া
দু হাতে গন্দম ফল কোথায় হাওয়া


দেহের গভীরে কাঁপে আদম সুরত
গোধুলির লাল চেনে হারুত মারুত


আমার গলাতে বিবি তোমার শরাব
নিজ হাতে গিলে খায় ফাতিমা তনয়
এমনো শঙ্কা নিয়ে, এ ঘটমান কাল
হেলেনে ভাগ্য পোড়ে হাল জামানায়


তোমার কাঁদনে কাঁদে অন্ধ হোমার
আয়ূবের দেহ ধরে ব্যধি ও বিমার


গলন্ত লোহার জিব কালীর খড়গ
জবার লালভ লাল ভূধর উদর
বুক পেতে শুয়ে থাকি পথের বিথান
নিথর বুকের মাঝে রাত চরাচর


জবার মালাটি দোলে ভূতলে শীব
মেডুসার কেশবেশ নসিব নসিব


কি জানি কোন বৃত্তান্তে ঘোরে পুরা-কাল
সিথানে পৈথানে দেখি সুতানড়ি সাপ
ঘুমায় লখাই আর ঘুমায় বেহুলা
জন্মান্ধ পাখির ঠোঁটে কালো অভিসাপ


কে করে বিতং বিচার হাবিল কাবিল
বুকের কাবায় নামে শত আবাবিল ---