হাওয়া,খুলে ফেল মর্ম নেকাব,
লোমের নিচে জমে আছে কত শ্বেতসার
তরবারি ফিরে আসে ছায়ায় পিছু----
আড়ালে শিষ বাজায় আততায়ী ঠোঁট
নিশানা রেখেছে জারি ফুকিয়ার নল;
বৃক্ষের ছায়া থেকে ঝরে যায় পাতার বহর,
পকেটে ক্ষীণায়ু কার্পাস ফুলের সেলাই----
ব্যথাতুর মুখে চেয়ে থাকে সোনামুখি সুই
কি এমন কালা জ্বর ভেদ ব্যথা বুকে
ফুরায় ঘন্টির দোল,নাভিমূলের সন্তরন;
অমোঘ আধারে তুলে নাও সবটুকু শেষরাত
গড়ায়ে গেল পয়সার গোলগোল সমানুপাত
পথের ওপারে পোতা শূন্য মাইল ফলক
বৃত্ত পুরনের দিকে হেটে যাবে একলা পথিক।