যেন তোমারেই আমি চিনি শুধু
আমাদের দেখা হয়নি যদিও আর আগে
আমরা রয়েছি পথের দুই দিকে
যেন রাত আর দিন একে অপরের ভাগে।


যদিও মুখোমুখি হইনি আগে-পিছে
ছোঁয়াছুঁয়ি দূরত্বে তবু হইনি ছোয়ার সময়
এক অসহন ব্যাধি ব্যবধান জুড়ে
যেন স্পর্শে ছিল আমাদের বিমার নিরাময়।


বসে আছি আমেদের অভিন্ন ঘনছায়ায়
আমাদের দুই বাহুতে জমজ ফেরেস্তা
গনে ক্ষণেক শতকিয়া,তুমি আমি পথের
দুপাশে মেলে ধরেছি পরিপূরক রাস্তা।


বৃদ্ধ ডাকবাক্সের ভিতর পুরানো বাহাস
ফিরেছে আবার আমাদের নিরক্ষর সময়
খোলা হয়নি আর সিলমোহরের ভাজ
অভিন্ন শিলালিপিতে লেখা আমাদের বরাভয়।