তুমি যে কার মর্মকথায় বাজো
দুর্বিপাকে খামচে ধরো আঙুল
দুটি পারের হয়নি দেখা আজো
মাঝ নদীতে অমীমাংসিত ভুল


দু-কূল ধূধূ ছলাৎ জলের মাঝে
নামলে তোমার জোড়া মুখি চাঁদ
লেপটে গেলে আচল টানো লাজে
ভিনদেশি চোখ হানলে অকস্মাৎ


ষোলোর পরে থমকে গেলে পাড়া
গাছের ক্ষতে বাড়ছে জোড়া নাম
ভাঙছে দুকূল নদী আগাগোড়া
হয়নি খোলা আচল ঢাকা খাম।