পট্ট বসন আবার পরো হে বাউল
ধুলো মুছে হাতে নাও রূপালী লাঠি
সাজাও পরিপাটী শশ্রর কারুকলা
পরো হাওয়ার পাগড়ি আগাগোড়া।
বাঞ্ছাকল্পতরু, খোলো হেম চাদর
আর যত মূক বধির তাদের বলো
যে নামে চেনো নদী দজলা ফোরাত
তার চেয়ে বড়,মাগফেরাত দরিয়া।
সেই সুরের চেয়ে বড় নদী আর নাই
সাত দিন ঘুরেঘুরে বাজাও সপ্তরাগ
মুছে ফেলো মুছে ফেলো বাসনা পরাগ
শিরীষের শিকড় কতটা মাটিরে টানে
স্বর্ণলতা কি জানে,মৃত্তিকা কারবার?