মুসকিল আসান কর হে বাউল
মহামরি লাগে নাই যদিও আর
ভরা সংসার গেরস্থ বাড়ি দুধভাত
বান্ধো চৌকোণ সন্ধি অভি-সন্ধি
করো ধূলিসাৎ যমের আতাত।
ব্যবসাদারের হাতে পড়ো নাই বুঝি ?
সে কি দেয় নাই কোরা লুঙ্গি পিরান?
বলেছিলো বুঝি আমার বংশ বিরান
কাঁন্দে পুতের মায় পুত্র হারার দায়
বাইন্ধা দেন বাড়ি,বাস্তুকলার কৌশলে।
সাত দিন আর কত দূর ইতিহাস
কেইবা নেয় পরপুত্রের জিয়ন-ভার
ব্যবসায়ী ব্যবসা জানে,গৃহস্থ সংসার।