পথের বাঁকে যেমন পথ ঘুরে যায়
পিতাও হারায় যেন পুতের ছায়ায়
মেমোরি উসকে দেয় সাদা ট্যালকম
তখনো ছিলো জল শ্রাবণ ঘনায়


ডাকের ওপাশে নড়ে অনুচ্চ আভাস
জন্মের সাথে বাড়ে কালো মেলানিন
কন্ঠির হাড়ে কূট বিরান বাতাস
জলের বিহনে যেন সংসয়া মীন


রাখালের অবহেলে ভিজে গাভী ঢের
তবুও তো ফিরে আসে পরের বেলায়
পুতের ডাক হ্যালে কে এমন কাফের
পিতার মলিন পায়ে পথ চলে যায়


বছর কুড়ির পর বিশীর্ণ শ্রাবন
ফিরে আসে সেই পথে স্মৃতি বিস্মরণ।