রাখবো ধরে একশ দুপুর দিন
বাকসো ভরে নিটোল ভাজে ভাজে
ভিড়বে যখন অস্তপুরের ডিঙা
বাজবে ভীষণ করুন সুরে বিনা
খুলবো তখন একটি দুটি মাঝে।


একটা হবে ভিষন একলা একা
বুকের মাঝে উথাল গোপন কথা
ছড়িয়ে গেলে রঙিন কোমল আভা
খুলবো সে হারানো চিঠির ঠিকানা
চিঠির ভাজে মলিন দিনের রেখা।


এটা হবে ব্যস্ততম দিন কর্মকাজেলীন
তুমুল প্রবল মাতাল ঝোড়ো হাওয়ায়
নাড়িয়ে যাবে উড়িয়ে যাবে বেলা-অবেলা
গুছিয়ে নেয়ার একটু আড়াল অবসরে
ছায়ার পাশে খুঁজবো কারো দারুন অবহেলা।


একটা দুপুর একান্ত এক গল্প বলার পালা
দখিন দাড়ে মস্ত উঠোন খোলা
বিকেল টুকু হাওয়ায় মসগুল
ছড়ানো সে সব ইসৎ উষ্ণ রোদ
দ্বারের ওপার অপেক্ষার এক চির অবোরোধ।


বৃষ্টি দুপুর একলা ভালো লাগে?
জালনা খুলে আসবে এক মেঘের হরকরা
খোপায় দিবো কনক মণিচুড়া
চোখের কার্নিশে গহীন কালো মেঘ
কোন বিস্বাদে থেমে যাবে ধ্রুপদী অন্তরা।


রাখবো ধরে সে সব কোমল সলাজ
রাখবো ধরে  তুমুল মৌতাত
রাখবো ধরে মৌন হাতের ছোঁয়া
রাখবো ধরে রঙিন দিনের কোলাজ,


মেঘের পরে মেঘ চলে যায় হাওয়ার পরে হাওয়া
ভিড়বে এসে অস্তপুরের ঢিঙা
কেউ জানেনা পুড়ছে অলিগলি
ভাঙছে ব্যথার ঘর
কেউ জানেনা কে আমি আর,আমি ছিলাম কার।