ধীর       মধ্য দুপুর বেলা
বাজে    পাতায় হলুদ রাগ
কার      নরম জুতার সোলে
আঁকা    মলিন দিনের দাগ


গুনি       একশো রূপোর আনি
ছিল       বুকের মাঝে জমা
এক        বন্ধ দুয়ার খুলে
খুঁজি       হারানো তিলোত্তমা


বেলা      নামছে ধীর পথে
তরী        হাওয়ায় মসগুল
বায়ু        দিচ্ছে তাদের তাড়া
বুকে       আতশি দিনের ফুল


কোন        জাদুস্থানের মেঘে
বাজে       বিস্মরণের  স্বর
খুঁজি       পারিজাতের হাওয়ায়
এক         প্রাজ্ঞ জাতিস্মর


পায়ে      বাল্য রঙের জুতা
হাঁটি       পুরোনো গানের সুরে
যাবো     ধূলোর জামানায়
হৃত        অস্তপুরের দ্বারে


নিধি     বুক পকেটে জমা
হাতে     স্বরগ্রাম ঠিকানা
রোদ     যাচ্ছে আঙুল গলে
বাজে     অস্তরাগের বীণা


আমি    ঠিক পৌঁছে যাবো
বেত     ফলের বনছায়
গায়ে    ইশকুল দিনের জামা
হাতে    স্বরবর্ণ পরিচয়।