দরজার আড়ালে একাকি বিকেল
আড়ি পেতে দেখে বালিকার প্রথম বেনীর আনন্দ
মায়ের মত অবয়ব আয়োজন
আরশির পিঠে তার কোমল ব্যাদান
কস্তুরি গন্ধা মানবীর
লজ্জা লালিমা দেখে উবে যায় ক্ষীণায়ু বিকেল।


বালকের খেয়াল খেলা, দোলনা দড়ি
কালো জাম গাছ একা পাহারা দেয়
কত নিষাদ রাতে;
ঘুঘু পাখির ওমের ভিতর থেকে খোয়াব
নিয়ে আসে শিশু অমল ঘুম।


সংবৎসর আবর্তে, এই সব দিন
হাওয়ায়
ফুলে
ঘ্রানে;
মানবিক নদী যেন এই, দুই কুলে
মনোহর দৃশ্য রেখে ধীরে চলে যায়
রেখে যায় তার সুবর্ণ পারিজাত বন।