খুনের শহরে মরে জননী আচল
মুখের আদলে মুখ মানুষ সকল
বাতাসের ভান যেন সকল খবর
নিজ হাতে খুড়ে যায় নিজ নিজ গোর
এখনো থামেনি শোর ভিমরুল চাক
চক্রবুহে বাধা যেন আহত বরাক
নদী চিরে পার হয় সরল ইস্পাত
গ্রীবার ধমনীতে নামে ত্রিশূলাঘাত


যেন ভুলে ফুঁক দিয়েছে ইস্রাফিল
নাকি কঙ্কর ছুড়েছিল আবাবিল
কসম শিশুর রূহ্ জননীর লাস
দুরুদুরু বুকে বাজে সূরা ইখলাস
কচুরি পানাতে ভাসে হাবিলের শব
নূহের কিস্তি কাটে ইঁদুর গুজব।