শূণ্য মেলের ধুধু জংশনে
কি উদ্দেশে ফুরায় হাওয়া
ভাবি কি তরায় নৌকা ডুবে
কারো আর হয়নি যাওয়া


তোমাকে ডাকছি অনর্থক
ফিরায়ে দিচ্ছে প্রতিধ্বনি
দুটি তীর শুধু অপচয়
ভূমি ক্ষয়ে ভাঙে দেহখানি


জপেছি রাতের আঙুলের
সহসা সরল অন্ধকার
তুমি কি মন্দ বায়ুর তরী
ছলাৎ জলে ইতস্তত দাড়


ফুরালে ঘুঘুর ডাক টুকু
কি ভেবে ফেলো দীর্ঘশ্বাস
যেন বা পরিযায়ী রীতি
উড়ে যায় দীর্ঘ পরবাস।