আমাদের দেখে হবে পারিজাত সুবর্ণকালে
যেন সে মুক ও বধির কাল;
-----নৈঃশব্দ মুলুক,
কেটে যাবে সহস্র সময়
অথচ এ যেন ------
একটি ফুলের হায়াতের চেয়ে বেশি কিছু নয়
জৌলুশ আর সুমহান নিরবতা ছাড়া
আর কিছুই থাকে না নেবার,
পতঙ্গ সমান লোলুপতাও থাকেনা সে শূন্য হাতে,
যেন আমি এক পলকহীন মাছ নেমে গেছি অতল জলে
আর তোমাকে ছোঁয়ার বাসনা নিয়ে
মেলে দিয়েছি পাখনার কৌশল,
প্রাচিন প্রার্থনা সংগীতে গেয়ে
হেটে যাবো দলের শেষ ভাগে ----
যেন আমাদের পরে কেউ ছিলনা কোথাও;
তুমি খুঁজে নেবে আমাদের সরাই খানা
অথচ খোদার দোহাই আমাদের তৃষ্ণা
মিটে গেছে প্রগাঢ় আলিঙ্গনে,
আমাদে সে সুপক্ক ফলের লোভ ছিলনা কোথাও
আমারা ভুলে যাবো ইভ আর আদম সুরত
আমরা ফিরবো না আর পুরোনো পথের বাঁকে,
দিন আর রাত কে দিয়েছে কতটা আবডাল
নাকি সমান সমান ভাবে হয়েছে খিদমতগার
পাজরের হাড় কে দিয়েছিলো কাকে
বিস্মরণে হারিয়েছি আমি, তুমিও জানোনা
তোমার জানুতে বাজে কার বক্ষ-হাড়।
আমারা দাড়াবো পৃথিবীর শেষ প্রান্তে
বিচ্ছিন্ন সন্ধ্যার পাশে নিধুয়া মাঠ
ছেলেরা ভুলে যাবে লোহিত সময়
আমরা হয়ে যাবো জোড়া বৃক্ষ
আর আমাদের ছায়াতলে জমায়েত
শিশুরা তুলে নেবে গন্দম ফল।