জঠরের কোমল আধারেও ফোটে লালাভ ফুল
মৃদু কম্পমান প্রদীপের নিচে অসহন রাত্রি
ওগো মরমিয়া খুলে দাও ত্বকের ভাজ সকল
দ্বিধা মর্ম চুর্ণ রাতের ব্যথায় সহজ ধাত্রেয়ী
প্রসব ব্যাথার কাছে ফুটে ওঠো ওগো মারিয়াম
হাওয়া থেকে উঠে এসো কুমারী মাতার দোহাই
জলের ভেতর খুলে দাও তোমার কুন্ঠা পেখম
জঠরের গভীর অন্ধকারে ফোটাও রোশনাই ---


যেন গহন গণ্ডগাঁয়ে কোন এক প্রৌঢ়া জেনানা
যাদুর ফিকিরি কৌশলে নিয়ে আসে ক্রন্দন স্বর
মায়ের ফ্যাকাসে ফর্সা মুখ আশ্চর্য শান্ত কেন না
রক্ত ও নাড়ির চক্রব্যূহ ভাঙা এই মাতৃ সমর
মাতৃ আকাঙ্খার বাজি পোড়ানো বন্ধ জঠর
খুলে, তুলে আনে পুত্রকন্যা আবৃত হেম চাদর -----