প্রথম বৃষ্টির এই মদিরা ঘ্রানে
নেমে আসে যেন কুমারী ফুল
-------মেদুর সন্ধ্যা কার কানে
বাজায় সান্দ্র সাইরেন -------
দেয়ালে স্তুপ গোটা রাত
গোড়ালির নিচে সবুজ ময়ান
ধুঁদুল জীবন যেন হলদে ফুলের
নির্মীলিত বন-পাখোয়াজ,
জল জলাঞ্চল নহর ময়দান
গভীর আঁধারের আরো কাছে
এই গানের কোমলতা গুলি ঝরে
প্রতি দরজার ফাঁকফোকরে,
পিতলের প্রদীপ থেকে উঠে আসে
অশরীরী বৃদ্ধ দৈত্যের ছায়া
তরল ঘুঙুরের দানা নৃত্যের মুদ্রা নিয়ে
নেমে আসে বিভোর প্রেমিকার কাছে
করতলে মাখে রূপালি গোলাপ রেণু;
বিচ্ছিন্ন দ্বীপের বাস্তু-ভিটায় জাদুর দুয়ার
থেকে নেমে আসে বিমূর্ত সওয়াল জওয়া।