কাঁন্দো কাঁন্দো আহা বন্ধু
কাঁন্দে তোমার পরা
ঝিরিঝিরি বেদন বাতাস
কাঁইন্দা পাগলপারা


কোন বা বৃক্ষের ছায়া নামে
বৈরাম দিঘির পারে
নিভু-নিভু রৌদের মইধ্যে
তোমায় মনে পরে


জলের মধ্যে কাহার ছবি
উথাল ঢেইয়ে ভাঙ্গে
উইড়া যাইবে নিশুত পঙ্খি
আমায় নিয়ো সঙ্গে


কাঁন্দো কাঁন্দো আহা বন্ধু
কাঁন্দে তোমার সখি
কোন বা বনে যাইবা পঙ্খী
আমায় নিবা নাকি


আসমান জমিন হইছে আন্ধার
যাইবার সাধ্য নাই
ঘুমাই গেছে মাটির পুতুল
অচিন ঠিকানায়।


খোদার দোহাই চক্ষু মেলো
একবার দেখ যদি
তোমার লাইগা পাগলিনী
স্বাক্ষী ইমরান হাদী।